গুরু মহাশয়
.jpg)
ও আমার প্রিয়
মোঃ আরিফ হোসেন
যদি আকাশ হতাম তোমাকে ভালবাসতাম। আমি তো আকাশ নই, তোমাকে ভালবাসব কি করে?
যদি সাগর হতাম তোমাকে ভালবাসতাম, আমিতো সাগর নই তোমাকে ভালবাসি কি করে?
যদি নদী হতাম তোমাকে ভালবাসতাম, আমি তো নদী নই, তোমাকে ভালবাসি কি করে?
আমি মিহির হতাম তোমাকে ভালবাসতাম, আমিতো মিহির নই তোমাকে ভালবাসি কি করে?
যদি সুকান্ত ভট্টাচার্য হতাম তোমাকে ভালবাসতাম, আমিতো সুকান্ত নই তোমাকে ভালবাসি কি করে?
যদি সাগর সেন হতাম তোমাকে ভালবাসতাম, আমিতো সাগর নই তোমাকে ভালবাসি কি করে?
যদি উড়ল চন্ডী হতাম তোমাকে ভালবাসতাম, আমি তো উড়ল চন্ডী নই তোমাকে ভালবাসি কি করে?
তোমাকে ভালবাসার কোন মন্ত্রই আমার জানা নেই। তাহলে কে আমাকে সে ভালবাসার মন্ত্র শিখিয়ে দিবে?
জানি কেউ নেই। তাইতো তুমিই আমাকে সে ভালবাসার মন্ত্র শিখিয়ে দাও।
শিখাবেনা? শিখাও ক, খ, গ এমনি করে ধরে! তুমি যদি না শেখাও বল কে আমাকে শিখিয়ে দেবে?
তুমি যে আমার শুধু একজন', তোমাকে ছাড়া আর কেউ কি আছে?
তাহলে শিখাবেনা কেন? শিখাও ক, খ, গ এমনি করে ধরে!
যে যার প্রিয় সে তো তাকেই শিখাবে! তাহলে তুমি শিখাবেনা কেন? শিখাও ক, খ, গ এমনি করে ধরে!
যেদিন সব হারিয়ে যাবে সেদিনও তুমি থাকবে! তাহলে শিখাবেনা কেন? শিখাও ক, গ, গ এমনি করে ধরে, ক, খ, গ ছাড়া কি আছে!
তোমার জন্য এ পৃথিবী তোমার জন্য গান।সেই তুমি শিখাবেনা তো কে শিখাবে? তুমি শিখাও, ' ক, খ, গ এমনি করে ধরে, ক, খ, গ ছাড়া কি আছে, , ক, খ, গ যে আমার জান'!
আপনার সুতৃপ্তিই আমার কাম্য।
ReplyDelete